নিদাঘ দুপুরে যদি প্রেম নামে;
কপোতারি নখরে সে প্রেম ছুঁয়ে দেবে, আর-
মেহময় অখিল তোমায় ছিনিবে-
প্লাবনে প্লাবনে শুধু আমি ভাসিব।
ক্ষুধাতুর চোখ যদি হেসে ওঠে;
সে হাসির শব্দে প্রলয় নাচিবে।
সে বিনাশে শুধুই এ আমি হারাবো।
রংধনু ওঠে যদি এক রঙে;
নীল লয়ে যত রং তোমায় ন্যাসিবে,
দেখিবে সে নীলে নীলে আমি খেলিব।
যদি মসি-কালো পয়ে সাধু নেয়ে ওঠে;
ভুলিবে না কখনো সে পবিত্র শ্লোক,
সে দ্যোতনা শুধুই তোমায় বিঁধিবে।