আরবের জেসমিন কভু স্যামব্যাক,
রাই বেলী কহে তারে বনফুল নয়।
ফিলিপিন কহে তারে ফুল স্বাদেশিক,
সে তো নহে আর কেহ, সে “মল্লিকা রায়”।
‘আহা বরষা’র কবি নীরে ঝলকায়।
শ্রাবণ ঘনঘটায় স্বপ্ন দ্বীপ জ্বালি-
রচি চলে যত কথা তরু লতা কয়,
রচে কভু ফুল্ল সনে যাহা কহে মালী।
শঠতার মুখে কভু ছুঁড়ে মেরে কালি-
সত্যের অমিয় সত্তা রেখেছে উড্ডীন।
অকৃতীরে দানে কভু আশা ভরা ডালি,
তেঁই কবিতায় আছে সকলের ঋণ!
কথা ছিল এ আসরে শুধিবো সে দেনা,
আছে এ কবিতাটুকু, এই সম্মাননা।
( স্পেনসেরীয় সনেট,
পর্ব বিন্যাস: ৮+৬=১৪
অন্ত্যমিল: কখকখ : খগখগ : গঘগঘ : ঙঙ )
( প্রিয় ও শ্রদ্ধেয় কবি ‘মল্লিকা রায়’ এর রচিত “আহা বরষা” কবিতার জন্য তার প্রতি আমার এই উৎসর্গ )