শ্রান্ত দিনের কামাই জুয়ার আসরে,
জমাখরচ - রাখেনা হিসেব সংসার,
কত বেদনা হারায়; হাস্য অগোচরে,
অশ্রুহীন কত কান্না থাকে নির্বিকার।
এ কোন তিয়াসে মন সিদ্ধি বাজি রাখ!
পশরা সাজাও নিত্য; ঠগের বাজারে,
কি আছে তোমার? কোন খতিয়ান লেখ?
খরিদ করো যাতনা, তাও অধি-হারে!
বাঞ্ছাকে দাও উষ্ণতা; মোহের চাদরে,
উসুল হলো উমর, মন তবু বলে,
আরেকটি শ্বাস বাঁচ, জগত মাঝারে।
অনেক কান্না হলোনা কাঁদা, হর্ষ ছলে।
পুণ্য-ভাণ্ড উচ্ছ্বসিত পাপের সঞ্চয়ে
ক্রন্দন চলে কলিতে; ঢোলক বাজিয়ে।
শব্দ ব্যাখ্যা:
অধি-হারে > নির্ধারিত মূল্যের অধিক
উচ্ছ্বসিত > উপচানো, প্লাবিত
( শেক্সপিয়ারীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ :: ছছ )