কিসের নেশায় মন; স্বস্তি তেয়াগিলে!
লিখলে যেথায় স্বত্ব; যোগ্য অংশীদার;
নামটি লিখবে কল্য; ভাবী-বংশধর,
পুড়িয়ে সাধের মুখ - মুখোশ পরিলে!
নকল মোহের আশে; আসল ছাড়িলে,
আগুন যেথায় জ্বলে সরিয়ে আঁধার;-
মন চায় পেতে আরো, সকলি আমার,
অধিক আলোর লোভে; অনলে পুড়িলে!
জগৎ সংসার, সেতো, রঙের বাজার!
কিফায়তে যক্ষ কিনে; কি হলো ফায়দা!
মন যে বেরঙে পড়ে! মন্দা কারবার।
জমিনের সাথে দোস্তি - রাখ বরাবর,
আবার, পাখনা মেলে ওড়ার ইরাদা;
ফিরে এসে পূর্ণ দেখ, - ভুলের আধার।
শব্দ ব্যাখ্যা:
কিফায়ত > লাভ, মুনাফা
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)