এমন আগুন লাগা মধুমাস হেরি,
গারদের ধৃত সম চুপ কেন কবি?
সোনালু করেছে যেন প্রসাধন দাবী!
দেখ না কি নত মুখে যায় বিভাবরী!
স্তুতি-রব মাঙ্গিয়াছে ফুলে ফুলে চেরি,
শেষের শিশিরে করে অবহেলা রবি।
খুইয়েছ কি তোমার ভাবনার চাবি!
মধুমাস আসিয়াছে লহ তারে বরি।

“একটাই জেরা শুধু দিয়ে যায় হানা;
কি এমন মতভেদ প্রকৃতির সনে!
অযুতে নিযুতে যায় মানুষের প্রাণ!
মরণের বিভীষিকা বাঁধিয়াছে দানা,
স্বজনের আহাজারি অসি সম হানে,
তাই আর গাইবো না কবিতার গান”।


(পেত্রার্কীয় সনেট,
অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঙ : গঘঙ)