জান কি মিঃ স্যাড ম্যান!

বঞ্চিত,-
আজো বঞ্চিত, আছে হাহাকার-
আছে ক্রন্দন রোলে বারুদ গন্ধ সঞ্চিত।
দিগ্বিজয়ের কল্লোল রোল বিদ্রোহী আজো মসনদে;
প্রতিবাদী শির বলি হয় আজ রক্ত নিশান কোকনদে।

ধূমকেতু-
মোর ফিরে এসো এই রণ-ভূমে-
টগবগিয়ে, অশ্ব খুরে, উড়িয়ে পথের বাত-কেতু।
অত্যাচারীর খড়্গ আজিও ভীম রণ-ভূমে রণিছে,
“মৃত্যুক্ষুধা”-র খিদের পশরা রমরমা দেখ চলিছে।

নিশ্চিহ্ন-
করো যত সব বন্য বরার নোংরামি-
শোষণের বুকে এঁকে দাও পদচিহ্ন!
উৎপীড়িতের রক্ত প্লাবন ঢেউ তোলে আজ স্বেদজলে;
নিগৃহীতের কণ্ঠ চাপা অন্ধকারেই পথভোলে।

পরাভূত-
আজো বিবেকের ডাক স্তম্ভিত,
হকের কেতন রহিয়াছে আজো নিভৃত,
ফেরো বিদ্রোহী ফুঁকাও বিষাণ প্রলয় নাচন নাচিতে,
অত্যাচারীর ভস্ম ওড়াও অধিকার নিয়ে বাঁচিতে।



শব্দ ব্যাখ্যা:
মিঃ স্যাড ম্যান > বিদ্রোহী কবি (গুরুবৎ কবি কাজী নজরুল ইসলাম)
কোকনদ > পদ্মফুল