নাম-যজ্ঞে কীর্তি সিদ্ধি, গ্রন্থে দাও ফাঁকি;
ভাবিছ যোগ্য সাধক! গ্রন্থে পটিয়সী!
যবে মনের মুকুরে সত্য দেবে উঁকি;
দম্ভ সেদিন দেখিবে; রাত্রি-ঘন মসি।
ভাব তুমি পূজ্য আর,- সকলে দেয়াসি,
মানুষ তুমি, আমিও মানুষ ধরায়,
বাত্যা-বিপাকে সেই তো স্রষ্টার উপোসি!
শ্রেষ্ঠ তুমি, বলতো শুনি কোথায়!
রসদ ঋণের দম্ভ করিছ বেজায়!
ছিলে বিবসন, সাথে কী ছিল তোমার?
পর-ভূমে শুধু গণ্ডি টানিছ খোঁটায়;
যাহা পাও তাহে স্বত্ব লিখিছ “আমার”!
সৃষ্টি পূর্বে - গ্রন্থ পরে; দিব্য জ্ঞান জাগে!-
গ্রন্থ তব আত্মা-ক্ষুধা, মানবতা আগে।
শব্দ ব্যাখ্যা:
বাত্যা > ঝড়
দেয়াসি > পূজারী
( স্পেনসেরিয়ান, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )