তুষার চাদরে ঢাকা শুভ্র হিমালয়,
পাহাড়ের গায়ে গায়ে মেঘ যাওয়া আসা,
সেখানে না যায় বাঁধা আপনার বাসা,
দূর থেকে দেখা শুধু অপার বিষ্ময়!
বাসভূমি ভরা থাক্ ধুলায়-কাদায়,
না’হয়  হ’লো না বোঝা সুদূরের ভাষা!
তুষারের কণা মেখে মেঘদলে ভাসা,-
জীবন এখানে গড়ে সুখের আলয়।

পোশাকের খোলতাই গুমর পোষণ;
হীরে আর জহরতে প্রকাশে জলুস,-
শালীনতা ছাড়া সবি মিছে, অকারণ।
মুছে ফেলে লোলুপতা, মনের কলুষ;-
ভালোবাসা যদি করে হৃদয়ে ধারণ;
বিধাতার বসুধায় তবে সে মানুষ।



শব্দ ব্যাখ্যাঃ
খোলতা > উজ্জ্বলতা, জেল্লা

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)