ফাটলে ঢুকছে জল ডুবছে কিশতি,
আশা আর দু-নয়নে বাঁধেনাকো বাঁসা,
হে জীবন! এইবার গোটাও বেসাতি।

যাহা ছিল আহরণ, নিরাশা, ভরসা,
সকলি দিলেম তুলে নবীনের ভালে,
পড়ে রয় দুটি চোখ নীরে ভাসা ভাসা।

হে নবীন! যতদূর হাঁটিয়াছি তালে,
তথা থেকে লহ বরি অবিতথ খুঁজি,
ইতিহাস লিখে দিও শুচি শতদলে।

গোটা কয় ফুটো কড়ি, এই মোর পুঁজি,
পাতি হাত লহ তারে করোনাকো হেলা;
আজাদী কোরাস হয়ে উঠিবে সে বাজি।

মানবতা অবরুদ্ধ যত বন্দিশালা,
মুক্ত হবে একদিন চূর্ণ হবে তালা।





(তের্জা রাইমা সনেট
অন্ত্যমিলঃ  কখক : খগখ : গঘগ : ঘঙঘ : ঙঙ)