বিষ বৃক্ষ মাথা তুলে বাড়ে চারিপাশ,
আঁধারের মূল গাঁথে মাটির তলায়,
পৃথিবীর যতো আলো ঢেকে দিতে চাই,
আরেকটা নমরুদ, নব ইতিহাস।
অস্তাচলে সূর্য লাল, রক্তিম আকাশ;
ভেঙে পড়া মানবতা; ধৈর্য নিরুপায়,
প্রাণহীন খোলা চোখ কেতন ওড়ায়-
রাজপথে বিদ্রোহীর বেওয়ারিশ লাশ।

ঐ শোন পদ-ধ্বনি; কারা যেন যায়!
কপালে জয়ের টিকা, মুঠো ভরা রোদ;
ধুসর ধুলোর কণা আকাশে ওড়াই।
কেড়ে নেওয়া আবরুর - নেবে প্রতিশোধ,
মায়ের আঁচল আজ করবে লড়াই;
ঝড়ো-বেগে ফুঁসে ওঠে ক্রোধিত প্রতোদ।


শব্দ ব্যাখ্যা:
প্রতোদ > চাবুক

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)