আঁধারের আভরণে রক্ত-রাঙা শিমুলের অরণ্যে বিলীন
হয়ে অসীমের কাছে- উড়িয়ে বিমূর্ত সুর মূর্খ মূর্ছনায়।
কে দিয়েছে কাছে এসে মৃত বৃক্ষের জড়তা - অধিক মায়ায়,
কে দিয়েছে দূর থেকে তুষার বিলাসী হিম পাইনের বন,-
সে অতীত ঢেকে যাবে চুপি চুপি, বাকলের আঁশের মতন।
অমীমাংসিত সত্যের কিছুটা ওপাশ থেকে বোধের পর্দায়-
স্বাক্ষরিত মুচলেকা উদ্বৃত্ত সময় থেকে শুধু মুছে দেয়;
মানস বুনটে আঁকা রূপক কোলাজ, নিত্য, হয়ে চিরন্তন।
এইসব সিন্ধু-জল, উত্তপ্ত মরুর ঢেউ, ছড়ানো আকাশ,
সীমিত চোখের শেষে ছায়া ফেলে দূরত্বের গাঢ় ইন্দ্রজাল;
কি যেন লুকায় এক স্পষ্ট সংস্রবে বিনম্র গোপনীয়তায়।
গতানুগতিক এই পরাজিত জোছনার রাতের সুবাস
ভাষা পাবে - রাত জাগা পাখিদের আর্তনাদি কণ্ঠে চিরকাল।
বন্ধু, আজ তবে আসি, বাকি পথ লেখা থাক হাতের রেখায়।
এটি সনেট পরম্পরা বা Sonnet Sequence ধারার কবিতা যেটি ১৫টি সনেটের গুচ্ছ (Lot)। সনেটগুলি লেখা হয়েছে সনেট করোনা (Sonnet Corona) বা ক্রাউন অব সনেট (Crown of Sonnets) রীতিতে। আজ এই ধারার শেষ পর্বটি প্রকাশ করা হলো।