কোথাও একটা গোপন আগুন দাবানল হয়ে
ছড়িয়ে পড়ার আগে ফুসফুস ভরে নিচ্ছে ক্রুদ্ধ দমে।
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেই ক্রোধেরই ইন্ধন!
দলিত মথিত মানচিত্রের গায়ে লুণ্ঠনের আঁচড়ে
কুঁকড়ে গেছে শাপলার গোলাপী শরীর!
পড়ে আছে পৃথিবীর পৃষ্ঠে নিস্তেজ! নির্বিকার!
ভুখা, নাংগা, কঙ্কাল শরীরের উপর দিয়ে
গড়-গড়িয়ে চলছে জয়ো-রথ।
কতো মমতা, স্নেহ, দয়া, কতো ফটো-সেশন!
একে অপরের চরকায় তেল দিয়ে উভয় চরকা-ই
এখন বন-বন করে ঘুরছে।
মায়াবী কথার জালে-
স্বস্তি প্রিয় জনতা গুনছে অক্ষরবৃত্তে বিসর্গের মাত্রা।
প্রতিবাদী শব্দেরা বন্দি হলেই;
গঠিত হবে একান্নবর্তী শাসক পরিবার।
তোর ভোট তুই দিবি, আমার ভোট বুঝে নেব!
তখন শব্দের দাবী নিয়ে মাথা তুলবে হ-য-ব-র-ল।
রক্তক্ষয়ী স্বাধীনতা পরবর্তী এই কি ছিল স্বপ্ন!
স্প্লিন্টারে বিদ্ধ গণতন্ত্র শেষ বার নড়ে ওঠে,
প্রাণ আছে! এখনো প্রাণ আছে!
বিক্ষত দেহটি কাঁধে নিয়ে রোজ রাতে ছুটে যায়,
রক্ত চাই! গ্রুপ; শহীদ পজেটিভ কিংবা নেগেটিভ।