কোন এক শ্রাবণে হেঁটেছি দুজনে পাশাপাশি,
মেঘ বাতাসে উড়েছে তার চঞ্চল ওড়না,
লেগেছে খোলা চুলের ঝাপটা কতবার।
কথার পেছনে কথার মালা গাথা।
এতো দিনের পর, আজও ভুলে যাওয়া হয়নি,
দেখা হয়নি সে পথের অন্ত।
দেখেছি ঝড়, দেখেছি ধ্বংস।
সে ক্লান্ত হয়ে ক্লান্তি নিয়ে থেমে গেছে
এক ভিন্ন পথের বাঁকে।
বন্ধুর পথে কে হাঁটিতে চাই
যাকে সোজা পথ ডাকে বারেবার।
হারাবার সাহস ক’জনা রাখে,
ক’জন পারে পৃথিবীকে অগ্রাহ্য করার সাধনা।
আমি না-চিজ,
এখনো কণ্ঠে আছে সেই সুর, শুধু বিনা তালে বাজে,
এখনো হাঁটি অক্লান্ত অভিন্ন সে পথে আমি একাকী।
তারপর,
কত শ্রাবণ পেরিয়ে গেছে,
কতো বৃক্ষ মুছে ফেলেছে ঝড়ের আঁচড়,
কত নদী মুছে ফেলেছে জলের দাগ,
মোছেনি শুধু দেওয়ান মাঝির বৈঠা বাওয়া
শক্ত হাতের কড়া।