কভু ভাবি ফিরে যায় অবুঝ সকালে!
ধুলো ওড়া মন আর মায়ের বারণ,
বাধাহীন কিশোরের ছোটা অকারণ;
যখন বিষম তাপে দুপুরটা জ্বলে।
যেখানে দিগন্ত হেসে ইশারায় বলে,
হে কিশোর, খুলে ফেলো পায়ের বাঁধন।
অবাধ, সবুজ সেই সহজ জীবন,-
খুঁজি আজ আনমনে ধুসর বিকেলে।

ছোটবেলা সেই কবে নিয়েছে বিদায়,
ফেলে রেখে রোজকার জটিল জিজ্ঞাসা,-
মনে হয় ফিরে যায় কিশোর বেলায়।
দিনে দিনে বড়ো যত বড়ো ততো আশা,
করে তারা কানাকানি আপন খেলায়,
গোনা দিন চলে যাবে, থাকবে পিপাসা।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)