মাঝি তুমি যেতে চাও নদীর ওপারে?
সজোরে বইঠা মেরে ভর দিয়ে হালে;
কতদূর যাবে আর পায়ে ঘাম ফেলে!
ওপারটা পড়ে থাকে দূরের কিনারে।
বাদাম ওড়ানো চাই হাওয়াটাকে ধরে,-
আরো চাই- পথ-দিশা লেখা করতলে।
তেমনি কেবলি পালে যায় তরী কূলে!
হালটিও লাগা চাই জলের শরীরে।

কড়িতে না ভাসে হেন জীবনের আশা;
কী যেন কোথাও নেই! আয়েশ মাড়িয়ে;-
অতলের তলে ডোবে স্বপনের বাসা।
চির দীনতায় নেভে জীবন-বিভাসা,-
চলে না ‍কেবলি শুধু ভালোবাসা দিয়ে;
কিছু চাই কড়ি আর - কিছু ভালোবাসা।



শব্দ ব্যাখ্যা:
বিভাসা > আলোক, দীপ্তি

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)