আমরা আনিব তুষ্টি! গাইছ সুমিষ্টি;
কিংবদন্তি বিকিকিনি আজও চলছে,
নিষ্করুণ এই মঞ্চে অতীত বিকছে,
ভূতের গল্প শুনিয়ে চলছে জাতেষ্টি।

নৃত্যে, ঢোলকে করছো পেত্নীর অন্ত্যেষ্টি!
গো-মূর্খরাই বিনাশ প্রহর গুনছে।
সরচিত ইতিহাসে তোলা গরু গাছে-
শুল্ক মুক্ত নামে কর কানাদের যষ্টি!

শব্দরসে জারে-জার কুমীরের দৃষ্টি,
পেছনে বাড়তে থাকে অন্ধের সমষ্টি।

খেয়ানত করে যায় -- কিতাবে কিতাবে,
জেবটি ভরে চাইছ কথার ভাড়াটি।
থাকবে না ছলা-কলা আবদ্ধ নেকাবে;
সত্যের চাল চালিবে, কিস্তিমাতি ঘুঁটি।


( ফরাসী, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গগ : ঘঙঘঙ )