মাটির মানুষ হয়ে কী মুনাফা হলো!
মাটির খেলনা হলে কী বা ক্ষতি হতো!
শিশুর প্রমোদ হয়ে মাটিতে মিশিত,
গুনাতে আমল-নামা কেবলি ভরিল।
খেলিবে জীবনে যদি হে ইলাহী, বল, -
এ প্রাণে পশালে কেন জীবনের ক্ষত!
তেভাগার তীরে আমি দাঁড়িয়ে উদ্যত;
মাটি-জলে ভাঙ্গা-গড়া কোন্ খেলা খেল!
চেতনা যেথায় থাকে চির অচেতন;
কী সওগাত দেবে তারে, কী নেবে এ মন!
শির তবু নিচু হয় ঐ পদতলে,
সবার উপরে রাখি তোমার জবান,
না-ফরমান তবুও, যদি লেখ ভালে;
বলবো আমি, তুমিও, - নও দয়াবান।
শব্দ ব্যাখ্যা:
তেভাগার তীর > তিনভাগ জলের পাশে একভাগ স্থল
উদ্যত > উন্মুখ
(ফরাসী সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)