পথের আয়াস নিয়ে স্তিমিত ডানায়-
গায়ে মেখে সবটুকু মেঘের আদর;
দুচোখে হরিৎ বন - তিয়াসী নজর,-
আমার খড়ের চালে; নিয়েছিল ঠায়!
ছড়িয়ে অমৃত সুর কোথায় কোথায়-
তিমিরের নীরবতা ঠোঁটের উপর,
শেষ বীজে ভরে নিয়ে ক্ষুধিত জঠর,-
ফিরে যাবে শুকশারি আপন কুলায়।
নিমেষের আসা যাওয়া, হৃদয়ের ভাষা;
গড়ে তোলে জনপথ, গড়ে ভালবাসা।
কখনো দখিনা এসে ক্ষণিক সোহাগে,-
ছুঁয়ে যায় আনমনে লতিকার শাখা;
প্রহরে প্রহরে গাঁথা রাতের বেহাগে,-
কখনো জীবন এসে মেলে দেয় পাখা।
শব্দ ব্যাখ্যাঃ
স্তিমিত > আর্দ্র/ভিজা
আয়াস > শ্রান্তি
শুকশারি > রূপকথায় বর্ণিত পাখি বিশেষ
(ফরাসী সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)