বিরাজে সে বন্ধ চোখে;
মুদলে দেখা পায় না।
ডেকে যায় আপন মনে;
কান পাতলে শোনা যায়না।
কতদিন ভ্রমের ঘরে, পিদিমের তেল ফুরাবি,
সে আসে নির্জনেতে,
জন দেখিলে রয় না।

প্রাণ মাগে ব্যাকুল হয়ে;
সঁপিলে প্রাণ নেয়না।
দেখা দেই ঘুমের ঘরে;
জাগলে দেখা দেয় না।
এ বড় আজব দেনা, কতদিন আর শুধিবি,
কথা কয় একলা মনে;
কইলে কথা কয়না।

সাজনা ছেড়ে মান করেছে,
ধরেছে সে বায়না;
দিতে হবে সেকরা বিহীন
নীল কনকের গয়না।
ভুলভাল ইস্টিশনে কতদিন আর নামিবি,
ভালোবাসে জনম জনম,
বাসলে কাছে চায় না।

দেখা দিয়ে আবার হারায়;
সে যাতনা সয় না।
এ দেহ ক্লান্ত বড়ো;
সে আমার ঠাঁই না।
কতদিন ইচ্ছে মনে, আন ঘাটে নাও বাঁধিবি,
গান লিখি আপন ধ্যানে;
সে সুরের লয় না।

বিরাজে সে বন্ধ চোখে;
মুদলে দেখা পায় না।