সে মিথ্যে আশ্বাস কেন দিয়েছিলে?
কেন দিয়েছিলে হৃদয় ছোঁবার স্পর্ধা?
ফুসফুস ভরেছিলাম দীর্ঘশ্বাসে,
সেথায় ছড়ালে কেন দুর্বার হাহাকার।
সাদা কালোয় তো দিব্যি ছিলাম,
কালো সরিয়ে নীল কেন মাখালে?
নিথর জলে আঙ্গুল কেন ছোঁয়ালে?
পাথরে গায়ে পুষ্পই যদি ফোটালে,
সুবাস করিলে হেলা,
এই কি তব কাব্যের যবনিকা!
এই কি মম প্রেমের দাম!
ঝমাঝম্ শব্দ একটা দূরত্বে মিলিয়ে যায়,
তুফানের তাণ্ডব একটা সময় পর থেমে যায়,
দিন শেষে বাউলেরও গান থামে,
সে নীরব হাসির শব্দ থামেনা, কর্ণকুহর ভেদী গ্রন্থিতে,
মগজে, নিউরনে দেয় নাড়া।
পিছু ডেকে একটিবার চাইলে না প্রিয়!
জলে ভিজে কত বৃষ্টি পেরিয়ে এসেছি,
মুঠো ভরা শত শুকনো বাসনা নিয়ে।