কান্না তুমি ব্যাকরণ মাননা।
ভাষায় করোনা আত্মপ্রকাশ
চোখের কোনায় ঝরো,
হাসির আড়ালে চিলের মতো
হৃদয় খামচে ধরো।
ইচ্ছে-পূরণ তারা যদি হেন
খসে পড়ে কোন রাতে,
রুদ্ধ নয়নে মনকে সুধায়ো প্রিয়;
ভালবাসা যদি সত্য পরাগে ফোটে-
আমার কি গুনা তাতে।
বিষাদ সুরের করুণ ধারায়
বুকের পাঁজর ভাঙো,
হরিৎ হারানো শিমুল বদনে
এ কোন রাঙায় রাঙো-
এ কোন গোপন ফলায় হানো।
যদি মন পাপী হয়ে আমার মূর্তি
ভেসে উঠে আঁখিপাতে-
চঞ্চল মন চমকি থমকে যায়,
ঘৃণার পাত্র খনেক নামিয়ে রেখে,
একটুখানি একলা হয়ো রাতে।