জীবন বিকিয়ে যায়; একটু প্রশ্বাসে-
পারদের তলদেশে ধুঁকছে আগামী,-
উড়ুক চিতার ছাই; কি’বা যায় আসে!
বেলটের জুয়া বুঝি সবথেকে দামী!

ঘোরাল কালের ছায়া - ঘোরে অগোচরে,
কাফনের ঘোমটায় লাশের কাফেলা;
তারি মাঝে আমুদেরা মাথা উঁচু করে;
জুয়ার টেবিলে বসে খেলে যায় খেলা।

কবেকার নমরুদ আজো জেগে আছে!
নিষেবণ ঢালে সদা আঁধারের পায়,
আজ-কাল বিবেকটা গেছে ধুয়ে মুছে;
অবিনাশী লোলুপতা জিভের ডগায়।

শ’য়ে শ’য়ে শুধে যায় শ্মশানের ঋণ,
কাফন ব্যাপারী তুমি, তোমার সুদিন।




শব্দ ব্যাখ্যাঃ
নিষেবণ > সেবা

(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)