অমর বীরং মরং কীর্তি;
মানচিত্র আমার করে নেব,
দেশ জননীর সিনার উপর
পর্চা লিখে দেব।
সাধং ভজং সকল তোমার
ইচিং চিচিং ফাঁক,
আমজনতার মঞ্চে কা-কা
শ্বেত পলিশিং কাক।
বারিং ক্ষরং হইলো যখন
মুক্ত আপন দেশে,
মিচকে কালোং বেরিয়ে গেলং
কপটং নিজ বেসে।
রক্ত ক্ষরং চরং ক্লেশের
বিনিময় স্বাধীনতা,
এমন দেশে ফড়িং নেচে
গাইবে কাইয়া কা-কা!
হবে নং কভু এমনি নাচং
রক্ত ঢালিব আরো,
নাচং কুদং করিব বন্ধ
ভাঙবো তোমার গেরো।
ওমনি ঝপাং চাপোড় সপাং
কাইয়া হইলো মরা,
কাকের কুলং না হয় শেষং
নীতির খাতায় নাম হ’লো তার--

“শহীদ,,, স্মরণে,,, স্মরণং,,,স্মরা”