হর-রোজ শুনে যায় দিল-খুশ গান,
রোজ রাতে ভাবি, গান, আর শুনবোনা;
ইচ্ছেটা, মশারি তুলে - বাইরে আসেনা!
পাড়ার ছেলেটা গায়, আমি ধরি তান।
এই গান শুনবে না! ক’টা আছে প্রাণ!(?)
সড়ক ছাপিয়ে ঘরে গানের আস্তানা।
এ গানের শেষ কোথা সবার অজানা;
বদলটা বে-নাগাল, নেই পরিত্রাণ!
নীরস শুকনো ঠোঁট যতই ফাটুক;
তবুও হাসতে হবে; সাবধান-বাণী,
চোখে যদি আসে জল; তবুও কৌতুক!
কেবলি প্রগল্ভতা গানের রাগিণী;
সিঁধিয়ে কাপাস কানে; শুনি অহেতুক,
মগে'র জামানা তাই শুধু গান শুনি।
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)