আমি দেখলাম,
একদল দৃষ্টি প্রতিবন্ধি তরুণ বিভিন্ন দিকে তাকিয়ে গাইছে,
“আমি বাংলায় গান গাই,,, ,,, ,,,”
অনুষ্ঠান শেষে-
পুরস্কার নিতে হাত বাড়ালো অন্যদিকে, যেন অন্যকিছু চায়।
পুরস্কার নিজেই খুঁজে নিলো বিজয়ীর হাত।
প্রধান অতিথির ঘাড়ে জোয়াল দিয়ে-
সময় গরুর মতো তাড়িয়ে নিয়ে গেল।
ঠিক বোঝা গেল না-
সেকি আলোর কৃপণতা, নাকি অন্ধকারের বিলাসিতা।
আমার ঘাড়ে যে জোয়ালটি চাপলো; সে
দেখতে পাবার দায়।
(যে দায় থেকে একজন বিপদগ্রস্তকে উদ্ধারের নিমিত্তে মানবতা হাত বাড়ায়, ভূমিহীনের প্রতি ভূপতির দায়, প্রজার প্রতি রাজার দায়, ঠিক তেমনি একজন দৃষ্টিহীনের প্রতি চক্ষুষ্মানের দায় আছে; সে দায় এড়িয়ে যেতে পারি না। আগামী পৃথিবীকে তাদেরও বাসযোগ্য করে যাবার দায় আমার, আপনার ও প্রতিটি সুস্থ সবল মানুষের।)