ন্যায় বিচারের পাল্লা হাতে জাস্টিসিয়া,-
চোখে বাঁধা কালো পর্দা, সত্যম জয়তু,
সুবিচার তবু ফেরে কাঁদিয়া কাঁদিয়া।
ন্যায়ের কিতাবে জমা যত বাতকেতু,-
যতুগৃহে পরিণত আজ আদালত,
অবিচারী ঘুঘু বাঁধে বারমাসি বাস্তু।
অপরাধী বেমালুম পায় মহলত;
দীন-হীনে শুধে চলে অক্ষবেত্তা দায়।
ন্যায়ের পৃষ্ঠে চাবুক দাগিছে দৌলত।
বিচারের বাণী চেয়ে থাকে অসহায়,
ন্যায়ের নামে চলিছে কেবলি ধৃষ্টতা;
মিথ্যার দেশে সত্যের নেই আজ ঠাঁয়!
মোরা কোনদিন পাবো অর্থ-স্বাধীনতা!
শব্দ ব্যাখ্যা:
বাতকেতু > ধুলো
অক্ষবেত্তা > প্রতিনিধি
( তের্জা রিমা, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখক : খগখ : গঘগ : ঘঙঘ : ঙ )