এই শহরের বুকে, নোনা ধরা “তুমি” ঢেকে যায়,-
হেঁটেছি বৃষ্টির পরে, ছিপছিপে কাদা আর জলে;
ভেজা হয়নি লজ্জায়, কি জানি কি সুপ্ত কৌতূহলে!
পুরাতন স্তব্ধ সুর - বাজে জেরেমির বেহালায়।
চুকায় তোমার দান; বিনে পয়সার কবিতায়,-
আত্মঘাতী প্রেম যেন; কনে দেখা আলো নীলাচলে।
আজকাল লালশাড়ি! সে স্বপ্নিল রং দেখবো বলে;
গোঁফ ডোবানো চা হাতে পায়চারি ঝুল-বারান্দায়।

এই রঙচটা স্বপ্ন, ঝুলে ভরা ঘরে দিব্যি থাক,
যা হবেনা কোনদিন, শেষ হোক, হোক ইতিহাস!-
না ওড়ে ঘুড়ি দু-জনে, এখানেই সুতো কেটে যাক।
তোমার বাবার ‍বিত্ত; আমার ময়লা বেশবাস,-
জুড়বে কেমনে বল! না হয় কফিটা বরং থাক।
এই ভালোবাসাটার ন’য় নাম হোক “জলোচ্ছ্বাস”!



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+১০)