ফেরে যদি তোমরা বলে দিও তাকে;
তার পথে বিছিয়েছি শোণিতের গালিচা,
গরলের প্রতিদানে অমৃতের স্বাদ,
নীলাভ হৃদয়ে যেন রাখে তশরীফ।

আসে যদি বোলো তারে না কহে কথা,
প্রশ্নের তির ছুঁড়ে বিবেকের বুকে
আসলে কি চেয়েছিল, নড়বড়ে বাসা।

যারে ডেকে মুখ ফিরে চাহেনি কখনো,
তার লাগি রাখা আছে আঁখি ভরা প্রেম,
রেখেছি তা জলে ভেজা তুষার কোমল।

অঙ্গুলি ইশারায় বলে দিয়ো তারে,
এইখানে রাখা আছে আমার দাফন,
তার প্রিয় সাদা রঙে আমার কাফন।

হাতের মুঠোয় যদি ক্ষুধা নিয়ে আসে,
বলে দিয়ো তারে আমি সুধা দেব দান।
আর যদি অন্তরে দ্বিধা নিয়ে আসে,
কিছুই বোলো না তারে,
পারে যদি শুনে নেবে আমার এ পুকার।

প্রাণেদের আসা যাওয়া নশ্বর বিশ্বে,
মাঝে শুধু রেখে যাওয়া পথের স্মারক।
চলে গেল কে আসিল এ হিসেব থাক না!
ক্ষণিকের প্রেম নিয়ে বেঁচে থাক এ জীবন।