এই কি মনুষ্যকুল চরিত অভীপ্সা!
কুচক্র, কুমন্ত্র রচ সাধুসন্ত ছলে।
ক্ষমতার বাহাদুরি, এই শুধু চলে,-
পর-নিন্দায় মেটেনা যবানের লিপ্সা।

জাফর, দুর্লভ আর শকুনি-র বাসা-
দেহাত-গঞ্জ-নগর কি বা মফস্বলে।
ঘোর আঁধি; তবু মন গান গেয়ে বলে,
“আমার সোনার বাংলা মম ভালোবাসা।”

নীল নকশার আগাছা দিনে দিনে বাড়ে,
মধুপের মধু লোটে মুখোশের আড়ে।

দ্বারে দ্বারে ভিক্ষা এনে শিরে চড়ে বসা,
মধু-মুখে মৃদু হেসে পায়ে জাল বোনা।
আঁধার হাতড়ে ফেরে একটি জিজ্ঞাসা,-
রক্ত ঢালা এই বাংলা কবে হবে সোনা!



( ফরাসী, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গগ : ঘঙঘঙ )