কখনো হেঁটেছি, আমি, বালুকা বেলায়,
দেখেছি, পয়োধি পরে লহরী সফেন,
মেখেছি পুরোনো চুলে, স্নিগ্ধ সমীরণ,
লেগেছে জলের দাগ, বালু মাখা পায়।
কূলে থাকা কত কিছু ভেসেছে ভাটায়,-
জোয়ারে এসেছে ফিরে, কত ভাসমান!
দিন-শেষে, বাকিটুকু রয়ে গেল ম্লান,
কি জানি হ’লো না দেখা, দূর সীমানায়।

এমনি জীবন, কত আসে চলে যায়,-
প্রভাতের আশা নিয়ে শুরু হয় দিন,
কিছু আসে সত্যি রূপে, কিছু থাকে ফাঁকি।
যৌবন জোয়ারে ভেসে দুপুর রাঙায়,
ভাটা এসে শেষ বেলা, আলোটুকু ক্ষীণ,-
মনে হয়, কিছু যেন রয়ে গেল বাকি।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)