মুহুর্মুহুঃ ফোনটা বাজে, “এখন কি করো?
নাওয়া হলো? খাওয়া হলো? ফেরা হলো কি?”
ধ্যাত তেরি কি! বলবো না আর, যতোই ফোন করো।
… … …
খানিক বাদেই পড়লো মনে, ফোনটা খোলা তো!
ঘণ্টা ঠিক আছে! নষ্ট হলো নাকি!
নেটওয়ার্ক-এর জ্যাম-এ আবার আটকালো না তো!