ঊর্ধ্বগামী অগ্নি-শিখা, দহন নিয়ত,
দহন যদি বৈশিষ্ট্য; শ্রেষ্ঠ কেন নর!
মানব মৃত্তিকা-সম, ভূমির উপর;
ভূমিতেই যত নত, ভূমিতে উদ্গত।
সয় যেন যত ক্ষত মৃত্তিকার মতো;
প্রতিহিংসা, প্রতিশোধে ভাই-ভাই পর।
ভূমি সম পৃথু হোক সবার অন্তর,-
পরশনে নিভে যাক আগুন সতত!
অগ্নির পরে ভাবনা, ক্রোধের বিস্তার,
হৃদয়ের সহিষ্ণুতা ক্রোধের নিস্তার।
(শোন গুরু!) নিপতনে লাগে না সময়!
ধৈর্য্য বিনে সে হৃদয়ে মানবতা কাঁহা!(?)
ভূমি-সম পর-হীত সাধনে তন্ময়-
থাক সদা, মতি হোক সদা-সর্বংসহা।
শব্দ ব্যাখ্যা:
নিপতন > নিচে পড়া
মতি > বুদ্ধি/জ্ঞান
(ফরাসী সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)