সেদিনের দুপুরটা কপালের ঘামে,-
ঝরে গেছে অবলিলে ছলিয়ে আমায়;
ধুলো মাখা আলো এসে বিকেল বেলায়,-
একলা-টা দিয়ে গেছে বয়সের খামে।
গন-গনে জোছনারা বিকেছে বেদামে;
প্রভাতের ছটা থেকে নিজেকে লুকায়;
মায়ার বাঁধন যতো ধুসর ধুলায়-
মিশে গেছে, বিকে গেছে জীবনের দামে।

ললাটের কারুকাজে বলি-রেখা জাগে,
না-মেলা হিসাবে শুধু থেকে যায় বাকি;
বেহাগের দ্রুত লয় শেষের চেরাগে।
নিভে নিভে জ্বলে ওঠে রাতের জোনাকি,
বাঁ-পাশটা ভরে নিই খামোখা সোহাগে;
কামাই খাতাটা জুড়ে - সবটুকু ফাঁকি।




শব্দ ব্যাখ্যাঃ
বেহাগ > রাত্রিকালীন রাগ বিশেষ
খামোখা > মিছামিছি অর্থে

(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)