নিখিল বিশ্ব উঠিছে কপট, কুট, চতুরে ভরি।
হে নবীন, লহ বরি, অশ্বের জিনে খুদিত আছে-
আগমনি স্বাগতমা, তেজস্বিতা রাখো সদা কাছে।
তব তরে রাখা আছে বিপ্লবী যুদ্ধ কবচ করী।
দেখ না কি! চক্ষু মেলে ক্ষুধাতুর, অন্নজল হেরি!
হে বিপ্লবী, জরাজীর্ণ জনতা শুভেচ্ছা লভিয়াছে
তোমায়, তুমি ফোটাও পদ্ম যেথা ভস্ম রহিয়াছে।
ছিন্ন তার বাঁধি দাও টঙ্কার, বাঁধ নব লহরী।
ভ্রষ্ট দণ্ড, নষ্ট নীতি আচ্ছাদিত দেশ-কাল-পাত্র,
হে বিপ্লবী, তুমি এসো, তোমা তরে রয়েছে কাজের
সুবিপুল সম্ভাবনা, বল্গা খিঁচো, হটাও জঞ্জাল।
ক্লিষ্ট জনতা ডাকিছে তোমায়, ধর সত্যের অস্ত্র,
করাীপিঠে বসি গাঢ় সত্য নিশান শৌর্য বীর্জের,
মিছিলে তোল নিনাদ, ত্যাগীয়া জননীর অঞ্চল।
( পেত্রার্কীয়, অক্ষর বৃত্ত, মহাপয়ার, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঙ : গঘঙ )