হে মানুষ! তুমি শ্রেষ্ঠ, সৃষ্টি অগ্রগণ্য,
জ্ঞানী হয়ে মুর্খে দাও নৈবেদ্য! বিস্রংস,-
কপটাচার, হিংসায় করো সব ধ্বংস!
মানুষ, বাহা রে বাহ! ধন্য! তুমি ধন্য!
স্বীয় সত্তা বেচে যারে দিতেছ প্রাধান্য;
যার প্রণোদনে হচ্ছো আরণ্য সহিংস;
যার ইশারায় রক্ত হোলিকা নৃশংস;
কর প্রশ্ন আপনারে, সত্যি কি সে মান্য?
মানুষ হয়ে খলকে ভজ, তারে কভু-
দিচ্ছ নামাবলি,- জ্ঞান রেখে অজ্ঞানেরে-
করছো তরফদারী, ভাবছ স্বয়ম্ভু!
দৃষ্টি লয়ে অনুমতি চাও দেখিবারে,-
ভক্ষকেরে অর্ঘ্য দিয়ে; ডাক শিবশম্ভু!
গৃহী মেরে পুষ্পাসনে স্বীকৃতি তস্করে!
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )
শব্দ ব্যাখ্যা:
বিস্রংস > স্খলিত
হোলিকা > হোলি খেলা
স্বয়ম্ভু > সর্বে-সর্বা