আপনারে নাহি চিনি; স্ব-আত্মম্ভরিতে।
তব ভাগ্যে সঁপিলাম, বিভেদের দুখ।
জল হিল্লোলে সন্তরে টলমল মুখ-
ঢেউ কচ্লায় গাত্র, সে মুখ মুছিতে।
উন্মগ্ন গরজি প্রেমে বশীভূত চিতে,
পিঞ্জরে বন্দিনী সম বাঁধিলাম সুখ,
খোয়া গিয়ে বুঝিলাম পিঁঞ্জিরার ভুখ।
কেন এতো স্বার্থপর হলেম পিরিতে।
হে নাগর! বার্তা লহ, জানায় তোমারে,
অবমুক্ত করো তারে, ভালবাসো যারে।
শিংশপা বীথিকা তলে হেরিনু সহসা,
বিধাতা এই খেলিবে কদাপি না জানি।
নাই কিছু, পড়ে আছে শূন্য খাঁচা খানি,
দীর্ঘশ্বাস ছাড়ে বুক, হায়! ভালবাসা।
(ফরাসী সনেট,
অন্ত্যমিল: কখখক কখখক :: গগ : ঘঙঙঘ)