দু’হাতে ঢেকেছো লজ্জা আবার, দু’হাতে
ঢেকেছো বিরহী দুঃখ। প্রেমের যাতনা,
বেদনার নোনা জল নির্বাক বাহানা,-
কারণ ঢেকেছো বৃথা ছল – অজুহাতে।
হাঁটছো ভিড়ের মাঝে নিজেকে লুকাতে,
পথের ধুলায় শেষ পথের ঠিকানা।
জীবনের পায়ে দাও যতো নজরানা-
বাঁচার দাবির সব হিসেব চুকাতে।
বয়সী গাছের ডালে কিশলয় হাসে।
ঢেকে যায় কতকিছু কালের গোপনে!
ঝড়ের নিশান থাকে বাকলের আঁশে।
সাগর গভীরে জাগা কোরাল যেমনে,
ভালোবাসা জেগে থাকে হৃদয়ের পাশে,
মনের আঁধারঘন জটিল বুননে।
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)