কিছু কথা বলা হোক নিগূঢ় রূপকে,
কিছু পথ চলা হোক বিরান রাস্তায়,
ভুল করে স্যুট করা কাঁচা অভিনয়,-
কিছু সিন কাটা হোক জীবন নাটকে।

বাধাহীন দুপুরের খেয়ালী মাদকে-
ভুল বাসে উঠে যাওয়া ভুল ঠিকানায়,-
টিকিটের দামে হোক কিছু অপচয়,
কিছু ক্ষণ - থেকে যাক - দৃষ্টি অপলকে।

অবিশ্রান্ত নগরের - এই মুখরতা,-
সাথে করে নিয়ে যাক কিছু নীরবতা।

যেখানে ঘনায় শেষ বিকেলের আলো;
ক্ষণে ক্ষণে কিছু কথা করবে ইশারা।
শহরেও জেগে রয় সবুজের খরা,
কিছু দাগ ভুলে যাওয়া, এই বেশ ভালো।


(ফরাসি সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)