লুন্ঠিত বঞ্চিত হে মুসলমান,
চোখের তারায় রাঙো রক্ত নিষাণ।
উমরের হুংকারে জেগে ওঠো তুমি,
করপালে ঝলকাও তোমার ঈমান।
আঁধারের ভ্রুকুটিকে ভয় কিরে আর;
মদদ এ করীম আছে অসীম অপার।
তাওহীদের আলো ফেলো শিরক্ এর মুখে,
পামরের পাঞ্জা হোক চুরমার।
রুধির ধারায় জ্বালো সেই উত্তাপ,
যে আগুন পোড়াবে পাপিদের পাপ।
বিদ্আতের পর্দা তুলে দাও আজ,
রাসুলের খাঁটি পথে হও পাক সাফ্।
কাফিরের রোষানলে ছেড়নাকো হাল,
দুনিয়ার দম্ভে হয়োনা মাতাল,
রাসুলের রজ্জু কষে ধরো আজ,
কালেমা এ শাহাদাত আমাদের ঢাল।