আমি তোমাকেই বলি, শুনছ? তোমাকে,
সেই সার-শূন্য বাক্য, “ইদানীং ব্যথা"।
অবাক হলে! কি সব বলছি অযথা!
যে আর্তি-ভারে হাওয়া চলে দিকে দিকে!-
যা বিমর্ষ যুবকের ফুসফুসে ঢুকে-
জমে হয় দীর্ঘশ্বাস, (সব যেন বৃথা)!
বলছি সে গুরুভার ইদানীং কথা-
যা উর্বর হৃদয়ের রঙ করে ফিকে!

এ সময় সার-শূন্য কেন বলি তারে?
এ অসারতা শব্দের অব দমনের,
অনড় বিষ্ময়ে দেখা সেই বালকের-
(প্রকম্পিত পৃথিবীর আর্ত-চিৎকারে)।
শ্বাস যদি ফুঁসে উঠে করে শব্দোদ্গার;
ব্যথা ঢালো দাবানলে, জ্বলন্ত অঙ্গারে।



( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )