গরাদের পাশে একা বসে বসে থাকা,
দৃঢ় অয়োময়ে দ্বার বানিয়েছ শখে;
মনের খেয়ালে ভুরু কুঁচকিয়ে দেখা,-
মাথা খুঁটে মরা আঁটা আগলের দুখে।
সোজা পথ বেছে নিয়ে গজ-ঘটা করে,-
নিকায়ে পৌছে পরা ভবঘুরে বেশ,
আদরের জোছনাটা রেখে অগোচরে;
গ্রহণের ছায়া নিয়ে অকারণ দ্বেষ!
অবাক নয়নে দেখা, অবিরত হাসি,-
একঘেয়ে ভালবাসা, -প্রাণহীন ছবি।
হারানো হারানো মিছে ছলনায় ভাসি-
এবার তোমার ভেসে গেল বুঝি সবি!
ভাল থাকা অনায়াসে করে অবহেলা;-
সুখি মানুষের সদা দুখি দুখি খেলা।
শব্দ ব্যাখ্যাঃ
আগল > অর্গল/খিল
গজ-ঘটা > প্রীতি-সম্মিলন
নিকায় > লক্ষ্য
(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)