নিশিরোজ পুঞ্জিভুত তারা গুরবাঁক,
কলাধর দোলাচলে কৃষ্ণ-শুক্লা পক্ষে,
কি বাঞ্ছা! খসা তারায় - রচে নলিনাক্ষে,-
হেরিছ কি! পেয়ে কভু বিরতির ফাঁক!
গ্রহণের দশা হেরি করো মহা জাঁক,
বসুধা হেরিতে আঁখি রাখিছ গবাক্ষে।
ধূমকেতু আসে যদি শত রবি অক্ষে;
ব্যতিরেকে কর্ম তারে হার ঝাঁকে ঝাঁক।
যাহা আছে পাশে তব অমূল্য রতন;
নাহি দাও মূল্য তারে, না করো যতন।
প্রেম সুধা চক্ষু ক্ষুধা; ঢুঁড়িছ ধরিত্রী,
সহজেরে করা হেলা, তব বিশেষণ।
ভাণ্ড-ব্রহ্মাণ্ড নিহারো; এক ধারয়িত্রী,
যাহা সাক্ষাৎ, কেন তারে বৃথা অন্বেষণ!
শব্দ ব্যাখ্যা:
গুরবাঁক > রূপার তৈরি পায়ের অলঙ্কার বিশেষ
নলিনাক্ষ > পদ্মের মতো চোখ
রবি অক্ষ > রবি মার্গের সাপেক্ষে দূরত্ব
নিহারো > অনুসন্ধান করো
ধারয়িত্রী > ধারক (পুং. ধারয়িতা)
( ফরাসী, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গগ : ঘঙঘঙ )