ঢাক্কা-নিনাদ সর্বস্ব তব গুণ-পনা,
পর-ত্রুটি আড়ম্বরে করো শোহরত।
সিক্ত-ভূমি হেরি করো বারি বরখত;
রোদ-পোড়া ধুলি লয়ে আঁক আলপনা।
নিজ-গুণ উচ্চারণে অনড় থোপনা,
লেজ-কাটা কাটে লেজ, এই মোদ্দা-বাত।
আন-জনে গ্লানি হেনে করে অভিঘাত-
বড় নিজে দাবি ধরে– তেরছা আঙ্গিনা!

ছিদ্র তালাশে না হয় কুঁজড়া সরেস,
ভস্ম-তলে রক্ষা করে আপন নিরেস।

পর-ত্রুটি ছাড়ি করো মহিমা প্রকাশ,
পর-হিতে করো ব্যয় স্বকীয় জীবন,
সে জীবন অর্হ-রূপে হবে প্রতিকাশ;
সর্ব-জনে শ্রদ্ধা-ভরে রাখিবে স্মরণ।


শব্দ ব্যাখ্যা:
ঢাক্কা-নিনাদ > উচ্চে স্বরে প্রচার করা
শোহরত > ঘোষণা
বরখত > বর্ষণ করা
থোপনা > চিবুক
তেরছা > বাঁকা
কুঁজড়া > ছিদ্রান্বেষী, কপট
নিরেস > ত্রুটিযুক্ত, বাজে
প্রতিকাশ > উজ্জল
অর্হ > শ্রদ্ধার্হ

(ফরাসী সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)