দল-স্বার্থে আজ-কাল স্বদেশ নগণ্য,
স্বদেশের দাবি প্রাণ, দল-দলে বাঁচি,
দল দিয়েছে শুজনি, উচ্চ অভি-রুচি;-
দেশের ভাগ্য আজকে দলের কারুণ্য।
হিসেব কে ভাই রাখে! কে হ’লো বরেণ্য!
গণতন্ত্র আশীর্বাদে - এক জলে শুচি।
ভস্ম-পরে মুক্তি ঢেলে ধুপের ধুনুচি,-
দল-বাজি নিত্য পেশা; দেশ হোক পণ্য।
দল-তরে মৃত্যু সহি; করি অঙ্গীকার,
দেশ বাঁচাতে মরুক যত দেশভক্ত,-
আমি আছি দলভুক্ত; দেশে কে-বা কার!
যে যা বলে বলুক না! উক্ত বা অব্যক্ত;
পড়োনাকো ঊর্ধ্ব থেকে, - শুনে ইত্যাকার,
দেশ থাক প্রশ্ন-চিহ্নে, আমি আছি মুক্ত।
শব্দ ব্যাখ্যা:
দল-দলে > দলের অন্তর্ভুক্ত (দলে > ভাসমান কচুরিপানায়)
শুজনি > মোটা বিছানা চাদর বিশেষ
কারুণ্য > অনুকম্পা
ধুনুচি > ধুপ জ্বালাবার পাত্র
ইত্যাকার > এই রকমের কথাবার্তা
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )