ওরে মন মত্ত হলি – স্বস্তি অন্বেষণে,
রয় সে কায়ার মাঝে মনের গভীরে।
খুঁজিলাম সূর্যোদয়ে, জলদ-গম্ভীরে;
কোথা মোর সুখ-স্বস্তি! মরি অবেক্ষণে।
পড়ে আছে যত স্বস্তি - দেখি খতিয়ানে;-
বাকি আছে যত প্রাপ্তি - খাটুনি বেগারে।
মুক্তি-লোভে স্বস্তি ছেড়ে থাকি কারাগারে;
ভুলি যত নর্ম-তৃপ্তি, - ত্রসন রণনে।

যা থাকে জ্ঞান-গোপনে; রাখি তারে ভালে;
ধোঁকা দিই আত্ম-মনে, ফাঁকির ফেরেবে,
বালুচরে ধরি মৎস, মৃগ ধরি জলে।
সে ভাসে রূপ-সায়রে, দেখা হবে কবে!
মিছে মায়া শূন্যে থাকে; সাধু-গুরু বলে,-
“বাকি-লোভে কাঁচা প্রাপ্তি, কেবা ছাড়ে ভবে!”



শব্দ ব্যাখ্যা:
অবেক্ষণ > অনুসন্ধান
ফেরেব > ধোঁকা
নর্ম > প্রমোদ
ত্রসন > ভয়
রণন > শব্দিতকরণ
কাঁচা > নগদ অর্থে

( পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )