দেখ, জনতার ধন জনে বিতরণ!
অগা-তাঁবেদার আর জনারণ্য-দলে,-
লেজ কাটা ফেউ নিত্য দৃপ্ত বাক্য বলে,
“আমিই দিলাম যত” -ধূর্তের কীর্তন!
নামী বিকি-কিনি কভু বাণী চিরন্তন;
স্বপ্ন ওড়াও আকাশে, ধরিত্রী-মঙ্গলে।
পদ-রেখে পীড়িতের অথর্ব কপালে,-
আখের হাঁসিলে গ্রন্থ; নিত্য সংশোধন।

তাঁবেদারি করতালি; প্রভু দয়াময়,
মৎস-তেলে মৎস ভাজা, দেখি কত রঙ্গ!
ভাগ্য-বদল কেবলি – দীর্ঘ তমো-ময়।
আসেনা প্রাতঃ দুয়ারে, হামেশা বিস্ময়!
মুলা ঝুলন্ত সমুখে, বোঝা নিত্য সঙ্গ;
জন-ললাটের লিপি, সে তো অয়োময়!


শব্দ ব্যাখ্যা:
ফেউ > শৃগাল
অয়োময় > লৌহ নির্মিত

( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )