নীলাভ আবিরে দেখ আঁকা আলপনা,
হাউই ধাবিত নিয়ে কোষা ভরা ফুর্তি,
হে বালক, ধুলি ঝাড়, মুছে ফেল আর্তি।
মেখে নাও চোখ ভরে আতশের কণা।
বেদনার বুদ-বুদ, অসীম যন্ত্রণা-
ভুলে যাও, সুদূরের আলোকের বর্তি-
রাঙায় ভূবন সেথা দীপ্ত-তেজো-মূর্তি।
তোমার নোঙর তোল, ভাঙ্গো হাল খানা।
হে নাবিক, ভেসে যাও উড়িয়ে বাদাম,-
খুঁজো না আলোর দিশা, জোছনার মায়া,
পড়ে থাক তীরে যত স্বপনের দাম।
আকাশ জলের খেলা যেথা অবিরাম;
নেয়ে ওঠে অনুভূতি জীবন বেনাম।
মরু-মায়া এ ভূবন; - শুধু ধুপ-ছায়া।
শব্দ ব্যাখ্যা:
হাউই > আতশবাজি
কোষা > জল রাখার পাত্র
আতশের কণা > আতশবাজির ফুলকি অর্থে
দীপ্ত-তেজো-মূর্তি > জ্যোতির্ময় রূপ
মরু-মায়া > মরীচিকা
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)