লভিছ অস্মিতা, দিয়ে ধর্মের কসম,
কিতাবের আমানত; খেয়ানত দিলে।
বিদাতের মসি আঁকো নিদারুণ ছলে,
মিথ্যা যতোই মেশাও; ধর্ম দুরাক্রম।
বিভেদ বিভেদ করি ধর্ম নামে ভ্রম;
খাতা খুলে দেখনাই সুধর্ম কি বলে।
মাথা ব্যথার সুরাহা মাথা কাটা চলে?
সত্য মিথ্যা নিরীক্ষণে ব্যয় করো শ্রম।
পারো যদি অপমিশ্র করো পরিষ্কার,
ধর্ম পড়ো, ধর্ম জানো স্বীয় দীপ্ত জ্ঞানে;
কর্ণ না খুইয়ে দেখ কি আছে সেখানে।
অনুমতি নাই অন্য ধর্মে তিরস্কার;
ঐক্যের আহ্বান; নাহি সে বিভেদ হানে।
ধর্ম জানো আগে, - পরে ধর্মের বিচার।
শব্দ ব্যাখ্যা:
অস্মিতা > আত্ম অহংকার
বিদাত > বিদ্আত > দ্বীনের ভেতর নব আবিষ্কার
( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঘ : গঘগ )