ছিটকিনি ভেঙ্গে যাওয়া জানালায় দেখা-
এ শহর ছুটে চলে গাড়ির চাকায়;
রোদে জ্বলা, বৃষ্টি-ভেজা বস্তির চালায়;-
কিশোরীর রুক্ষ চুল - অবহেলা মাখা।
নিষ্ঠুর নিয়তি ছাড়ে শাখা উপ-শাখা,
রোজ রাতে কত প্রেম আঁধারে বিকায়;
শহরটা দেখে ঠায় - ভাঙ্গা জানালায়;
নির্দয় এ ইতিহাস - রইবে আলেখা।

কত-শত আর্তি লেখা শুকনো পাতায়!
বদলের মিঠে সুর - শুধু প্রহেলিকা;-
লেলিহান লোলুপতা পশরা সাজায়।
কাপালিক কুয়াশায় আলো থাকে ঢাকা।
সব সওয়া দুটি চোখ যতদূর যায়;
আঁধারের গায়ে লিখি দেওয়াল পঞ্জিকা।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)