তোমার আঙুল রাখা ললাটের দাগ-
মুছে নেয়া রুমালটা পকেটে মলিন,
বে-খেয়ালে কেটে যাওয়া একেকটি দিন,-
অগোছালো বিছানায় ছড়ায় বিরাগ।
নতজানু হয়ে থাকা স্মৃতিরা সজাগ;
সুদূর অমানিশায় জোনাকি প্রাচীন,
বে-দখল হৃদয়ের বে-দাগ জমিন-
নগরের নাগরিকা তোমার সংরাগ।
কুয়াশা মাখা শার্শিতে মনের খেলায়-
আঙুলে আঁচড় কেটে বাষ্পে লেখা নাম;-
কোথাও অমোচনীয় - জীবন মেলায়।
ট্রেনের টিকিটে লেখা পথের আঞ্জাম;
প্রতিদিন নেমে যাওয়া ভুল ঠিকানায়;
বৃথাই চুকিয়ে যায় - সড়কের দাম।
শব্দ ব্যাখ্যা:
সংরাগ > তীব্র প্রেম
নাগরিকা > প্রণয়িনী
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)